ব্রয়লারেও কেজিতে বেড়েছে ৪০ টাকা

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বাড়ছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। এতে এক সপ্তাহে ৪০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা ছুঁয়েছে। ফার্মের মুরগির এক ডজন ডিমের দাম ১৪৫ টাকায় উঠেছে। সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হলেও কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ব্যবসায়ী ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ২০০ টাকা। তবে কোনো কোনো ব্যবসায়ী ১৯০ টাকা কেজিও বিক্রি করছেন। গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৬০ থেকে ১৬৫ টাকা।

কারওয়ান বাজারের ব্যবসায়ী ফরিদুল ইসলাম বলেন, এখন বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ কম। এ কারণে দাম বেড়ে গেছে। সোনালি মুরগির দামও বেড়েছে।

এদিকে, বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা। আর মুদি দোকানে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা। এক সপ্তাহ আগে ডিমের ডজন ছিল ১২০ থেকে ১২৫ টাকা।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. ঝন্টু বলেন, মুরগির দাম বাড়ার প্রভাব ডিমের দামে পড়ছে। গত সপ্তাহে এক ডজন লাল ডিম ১২৫ টাকায় বিক্রি করেছি। এখন ১৪৫ টাকা বিক্রি করছি। গত ৮-১০ বছরে ডিম এত দামে বিক্রি করিনি।

সরেজমিন সবজির বাজারে দেখা গেছে, ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে শিম। যা গত সপ্তাহে ছিল ১৬০ টাকা। গত সপ্তাহে ৮০-১০০ টাকা কেজি বিক্রি হওয়া টমেটো এখন ১০০-১৩০ টাকা বিক্রি হচ্ছে। শসার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে ৪০-৫০ টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন ৭০-৮০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে।

ডিম, মুরগি ও সবজির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ ও আলুর দাম। পেঁয়াজ গত সপ্তাহের মতো ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলুর কেজি ৩০ টাকা। তবে কাঁচা মরিচের দাম কিছুটা কমে কেজি ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৩০০ টাকায় উঠেছিল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ