ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিকে অভিযান, জরিমানা ৯০ হাজার

অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় টানা তৃতীয় দিনের মতো অভিযান চালানো হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন এলাকার কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ও মেডিকেল অফিসার সাখওয়াত তানভীর।

অভিযানকালে অব্যবস্থাপনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে কুমারশীল মোড়ের নবজাতক শিশু ও জেনারেল হাসপাতাল এবং পাইকপাড়ার বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসক না থাকায় শহরের জেল রোডের দ্য ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, ক্লিনিক দুটির অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ