ব্রাজিল চায় বিশ্বকাপটা দক্ষিণ আমেরিকায় নিয়ে আসুক আর্জেন্টিনা

টানা পঞ্চম বারের মতো হেক্সা মিশনে ব্যর্থ হয়েছে রেকর্ড পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ কাতার বিশ্বকাপে দলটির শিরোপা স্বপ্ন ছিনতাই হয়েছে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে।

নিজেদের ব্যর্থতার পর এবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে ব্রাজিল। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফার্নান্দো সারনে সম্প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন, বিশ্বকাপটা যেন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকায় নিয়ে ফেরে।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই বেশ কিছু ব্রাজিলিয়ান সমর্থক জানিয়েছিলেন, বিশ্বকাপটা যেন এবার আর্জেন্টিনা জেতে। রিও ডি জেনিরো থেকে আসা এক নারী সমর্থক কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর বলেছিলেন, ‘হারলেও আমরা ব্রাজিল সমর্থকরা দলের সঙ্গেই আছি। এখনো এই বিশ্বকাপ বাকি আছে। আমি বাকি ম্যাচগুলো আর্জেন্টিনাকে সমর্থন করব যাতে ট্রফি দক্ষিণ আমেরিকায় আসে।’

তার এই দৃষ্টিভঙ্গি যে প্রায় সিংহভাগ ব্রাজিল সমর্থকেরই, তার আঁচ পাওয়া গেল ব্রাজিল ফুটবলের সহ-সভাপতির কথায়। সম্প্রতি স্পোর্টসসেন্টার ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা সবাই আর্জেন্টিনা। আমি আশা করছি, তারা শিরোপাটা দক্ষিণ আমেরিকায় নিয়ে ফিরতে পারবে।’

লাতিন আমেরিকানদের সম্প্রীতি অবশ্য নতুন কিছু নয়। কোচ লিওনেল স্ক্যালোনি যেমন বলেছিলেন, ‘আমি দক্ষিণ আমেরিকান ফুটবলের অনেক বড় ভক্ত। যারা অন্য কিছু বলে, তারা ভুল করছে। যদি এখানে আর্জেন্টিনা না থাকে, তাহলে আমি দক্ষিণ আমেরিকান কোনো দলকেই সমর্থন দেবো, শিরোপা জিতুক, এটা চাইব। ব্রাজিলে আমার বেশ ভালো কিছু বন্ধুও আছে।’

সারনের কথায় স্ক্যালোনির মতো সেই মহাদেশীয় সম্প্রীতিই ফুটে উঠেছে। এবার ব্রাজিল চাইছে, আর্জেন্টিনাই জিতুক বিশ্বকাপটা। লিওনেল মেসিরা সে চাওয়াটা পূরণ করা থেকে আছেন দুই ধাপ দূরে। সেই পথে আকাশি-সাদাদের প্রথম বাঁধা ক্রোয়েশিয়া। সেই বাঁধা পার করার লক্ষ্যে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০ টায় লুসাইল স্টেডিয়ামে নামবে লিওনেল স্ক্যালোনির দল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ