ব্যারিস্টার সুমনের খেলা দেখতে ভিড়, ভেঙে পড়ল ভবনের টিনের ছাউনি

তিনটি ম্যাচ খেলার জন্য ঠাকুরগাঁওয়ে সদলবলে এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আর তার এ ফুটবল ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছেন প্রায় অর্ধলাখ মানুষ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও রোড কলোনি জেনারেল ক্লাব মাঠে সুগার মিলস কলোনি একাদশের সঙ্গে খেলা হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির।

খেলা দেখতে আসা দর্শকরা অবস্থান নেন মাঠের আশপাশের ভবন, টিনের চাল ও উঁচু গাছে। এ সময় মাঠের পশ্চিম পাশে একটি ভবনের টিনের ছাউনি ধসে পড়ে দর্শকের চাপে। তবে কয়েকজন নিচে পড়ে গেলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

উদ্বোধনের শুরুতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশি বলেন, জেলাবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার সুমনসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা। একজন আইনি পেশার মানুষ হয়েও মানবিক কাজ ও ফুটবল প্রেমী মানুষের দৃষ্টান্ত তিনি। আমরা আশা করছি ঐতিহাসিক এ প্রীতি ম্যাচের মাধ্যমে আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা জন্মাবে। আমরা আমাদের জেলায় ফুটবলকে এগিয়ে নিতে পারব। আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে ব্যারিস্টার সুমন আমাদের পাশে থাকবেন বলে আশা করছি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ