বিশ্বকাপ ব্যর্থতায় হাথুরুর কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

অনেক প্রত্যাশা নিয়ে ভারত বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেটার সিকি ভাগও পূরণ করতে পারেননি সাকিব-মুশফিকরা। বরং নেদারল্যান্ডসের মতো খর্ব শক্তির দলের বিপক্ষেও বাজে ভাবে হেরেছে তারা। সবমিলিয়ে ব্যর্থ মিশন শেষ করেছে সাকিবের দল।

বিশ্বকাপের ফাইনাল এখনো বাকি থাকলেও ইতোমধ্যেই দেশে ফিরেছে টাইগাররা। তাদের এমন বাজে পারফরম্যান্সের কারণ নিয়েও শুরু হয়েছে কাটা-ছেড়া। বিশ্বকাপ ব্যর্থতায় বড় দায় পড়েছে চন্ডিকা হাথুরুসিংহের ঘাড়ে। তার কাছ থেকে রিপোর্ট চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী বলেন, ‘আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবে বলেছে। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’

বিশ্বকাপ ব্যর্থতার দায় দল সংশ্লিষ্ট সবারই দায় দেখছেন জালাল। তিনি বলেন, ‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। দল খারাপ করলে আমাদের সবাইকে মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকে নিতে হবে, এটাতো আমরা স্বীকার করে নিয়েছি।’

তবে সাকিবদের পারফরম্যান্স হতাশ করেছে জালালকে। তিনি বলেন, ‘আপনারাও জানেন এ ধরণের ফল যে হবে, আমরা প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো সফরে যাবেন, তখন একটা লক্ষ্য থাকে। লক্ষ্য নিয়ে সেখানে যেতে হয়। আমাদের লক্ষ্য ছিল, সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ