বিশ্বকাপের দিনক্ষণ এগিয়ে আসছে, তত নতুন এবং অভিনব সব উদ্যোগের জানান দিচ্ছে ফিফা। এরই মধ্যে বিশ্বকাপে আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তির দেখা মিলবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। এবার নতুন খবর, বিশ্বকাপে দর্শকদের কৌতূহল মেটাতে খেলোয়াড়দের ড্রেসিং রুমেও ক্যামেরা স্থাপন করতে চলেছে তারা।
যদিও এই উদ্যোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, পর্দার আড়ালের কাহিনী আর ড্রেসিং রুমের অন্দরের আবহ সম্পর্কে দর্শকদের ধারণা এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে ফিফার এক সূত্র জানিয়েছে, ‘এটি একটি প্রকল্প যা সঠিক পথে এগোচ্ছে কিন্তু এখনও পুরোপুরি কার্যকর হয়নি। একেবারে কার্যকর হবে যখন এটি নভেম্বরে স্থাপিত করা হবে।’
ড্রেসিং রুমে ক্যামেরা বসানোর নজির অবশ্য এটিই প্রথম নয়, রাগবিতেও এমনটা করা হয়েছে। এবার ফুটবলেও একই প্রকল্প চালু করার বিষয়ে ভীষণভাবে উদ্যোগী ফিফা।
আগামী ২১ নভেম্বর থেকে কাতারে মাঠে গড়াবে এবারের ফুটবল বিশ্বকাপ।