বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। বহির্বিশ্বে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি যখন মন্দা তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সময়োপযোগী বাজেট দিয়েছে।

বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গরি কবির নানক বলেন, পিছিয়ে পড়া নিম্নবিত্ত মানুষেরা যাতে সমানতালে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীরা যেন উপকৃত হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। এতে করে বেকারত্ব কমবে এবং উদ্যোক্তা বাড়বে।

তিনি আরো বলেন, এ বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে অগ্রসর হতে সহায়ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, এ বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ।

নানক বলেন, দেশকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার সরকার এ বাজেট জাতির কাছে উপস্থাপন করেছেন। এ বাজেটে দেশের গরিব, মধ্যবিত্ত ও ধনী সবাই উপকৃত হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ