বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ১৯৬৪ সাল থেকে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছে ক্রীড়া লেখক সমিতি।

আজ (রোববার) বিকেলে রাজধানীর একটি হোটেল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের সেরাদের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।

বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন তারকা ক্রিকেটার লিটন দাস। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তারকে। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২-এর সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন লিটন। যদিও দর্শকের ভোটে নির্বাচিত হয়েছেন সাফ শিরোপাজয়ী অধিনায়ক সাবিনা খাতুন।
২০২২ সালের পুরস্কারপ্রাপ্তরা

বর্ষসেরা ক্রীড়াবিদ
লিটন দাস (ক্রিকেট); পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল);
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন
বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার
বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম
বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান
বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)
বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ