ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখবেন যেভাবে

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগে এসব প্ল্যাটফর্ম অন্যতম মাধ্যমে।

তবে সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। হ্যাকাররা সবসময়ই সুযোগের অপেক্ষায় থাকে, কখন একজন ব্যবহারকারী ভুল করবেন। সেই সুযোগে তারা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেবে। তাই কয়েকটি কৌশল মেনে চললে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে সুরক্ষিত রাখবেন

১। ফেসবুকের সেটিং অপশন থেকে প্রাইভেসিতে যান। এখান থেকে পোস্টের প্রাইভসি সেটিং ঠিকঠাক করুন। সব পোস্ট সবাইকে দেখানোর দরকার নেই। ফলে আপনার সম্পর্কে সব তথ্য সবার হাতে যাবে না।

২। সার্চ ইঞ্জিন থেকে আপনার অ্যাকাউন্ট সরিয়ে রাখতে পারেন। এ জন্য আবারও সেটিং অপশন থেকে প্রাইভেসিতে যেতে হবে। পরে সেখান থেকে সার্চ ইঞ্জিনের অপশনটি বন্ধ করে দিতে হবে।

৩। টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে। এরফলে কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে নোটিফিকেশন দেবে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে

১। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে হবে।

২। ফোন ও ইমেইল অ্যাড্রেস আপডেট করতে হবে। এবং অবশ্যই ফোন ও ইমেইল অ্যাড্রেসে আপনার অ্যাক্সেস থাকতে হবে।

৩। কোনো ধরনের সন্দেহজনক লিংকে ক্লিক করা যাবে না।

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখবেন যেভাবে অ্যাকাউন্ট

১। রেজিস্ট্রেশন কোড বা টু স্টেপ ভেরিফিকেশন পিন ভুলেও কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

২। অপরিচিত নম্বর থেকে আসা কোনো বিজ্ঞাপনে ক্লিক করা যাবে না।

৩। লটারি পেয়েছেন, চাকরি পেয়েছেন এসব লিংক আসলে ভুলেও ক্লিক করুন করবেন না।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ