লাইক, লাভ, হাহা (হাসি), ওয়াও (অবাক), কেয়ার, স্যাড (দুঃখ) কিংবা অ্যাংরি (রাগ)—ফেসবুকের চেনাজানা রিয়েকশন এগুলো। এতদিন যেকোনো ফেসবুক পোস্টে এই ৭টি রিঅ্যাকশন দিয়েই রিয়েক্ট করেত পারত ফেসবুক ব্যবহারকারী। এবার এই ছয়ের সঙ্গে দেখা যাচ্ছে ‘জুতার’ রিঅ্যাকশন।
বুধবার ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘জুতা মারার’ রিঅ্যাকশনের দেখা মিলেছে। তবে এখনও সবার জন্য ফিচারটি উন্মুক্ত হয়নি।
নতুন এই ফিচারের ফলে হাসি, কান্না, রাগ, প্রেম-এই সবের মতোই এবার অপমান করার জন্যও জুতার রিয়েকশন ইমোজি ব্যবহার করতে পারবেন ফেসবুক ব্যবহারকারী। বেগুনি রঙ ও হলুদ বেল্টের একটি জুতা দিয়েই যে কোনো পোস্টে এই রিঅ্যাকশন ব্যবহার করা যাবে।
তবে ফিচারটি নিয়ে ফেসবুকের অফিসিয়াল কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এটি কাষ্টমাইজ রিঅ্যাকশন ফিচার হতে পারে। আপাতত বেশ কয়েকটা গ্রুপে এমনটা দেখা যাচ্ছে।