পয়লা বৈশাখে করোনার বিষয় মাথায় রাখতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা নববর্ষ উদযাপনের ক্ষেত্রে করোনার বিষয় মাথায় রাখতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (১৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‌‘আমরা বলছি, যেহেতু কোভিড এখনো শতভাগ যায়নি, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখনো বাসা থেকেই সব কাজ করেন। কাজেই সবাইকে বলব, কোভিডের বিষয়টি মাথায় রেখেই তারা যেন সবাই এটাকে (পহেলা বৈশাখ) সীমিত আকারে করেন। দুপুর ২টা পর্যন্ত আয়োজনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী মনে করেছে বলে তারা তাদের সুপারিশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিটিআরসি ফেসবুকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। আমরা কালকেও তাদের সঙ্গে এ নিয়ে আলাপ আলোচনা করেছি। তারা বলেছে, ফেসবুকের সিঙ্গাপুরের প্রতিনিধিরা আমাদের এখান থেকে এসে ঘুরে গেছেন। একটা সুপারিশ যেটা আমরা করেছি, তারা সেটার বাস্তবায়ন করবেন বলে আমাদের বলেছেন।

আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমি বলতে চাই, যারা ফেসবুকে অপপ্রচার করেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিই, বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেব। মানুষ এখন ধীরে ধীরে টের পাচ্ছে, এসব গুজব ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিচ্ছে। এ কারণে ফেসবুক কিন্তু এখন বিশ্বাসও করে না। মানুষ বিশ্বাসের আগে যুক্তিটা জানতে চায়। তথ্যটা জানতে চায়।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ