নেত্রকোনায় বিএনপির অফিসে ভাঙচুর, আহত ৫

নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বিএনপির অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঘটেছে এমন ঘটনাটি।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ।

বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রহমত আলী জানান, আজ দুপুরে দলীয় কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা দলীয় কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ হামলায় আমাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি আহত নেতাকর্মী নাম-পরিচয় জানাতে পারেননি।

এদিকে বিএনপির অভিযোগ অস্বীকার করে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকন বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। আওয়ামী লীগ স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির এ অপতৎপরতা প্রতিরোধ করেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান বলেন, শুনেছি বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলে ককটেল নিক্ষেপ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ