নিরাপত্তাবেষ্টনীতে ঘেরা হয়েছে কুমিল্লা সিটিকে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে কুমিল্লা সিটি এলাকাকে। মঙ্গলবার (১৪ জুন) ভোটের আগের দিন ৫৩ দশমিক ৪ বর্গকিলোমিটার এলাকায় নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে প্রশাসন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ ঢাকা পোস্টকে জানান, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের স্পেশাল প্ল্যানিং কাজ করছে। বহিরাগত রোধে নগরীতে ১৭টি চেকপোস্ট এবং ২৯টি বিশেষ মোবাইল টিম কাজ করছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে অধিকতর। মোট ৩ হাজার ৬০০ পুলিশ সদস্য নিয়োজিত আছেন। এ ছাড়া ১২ প্লাটুন বিজিবি, র‍্যাব, এপিবিএন এবং আরএনএফ কাজ করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের তদারকি চলছে। ৫২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২৭টি ওয়ার্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছেন।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১০৫ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের তদারকি আছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটারেরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে।

প্রসঙ্গত, আগামীকাল বুধবার (১৫ জুন) কুসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১০৫ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থীর পাশাপাশি ২৭টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৩৬ জন ও সাধারণ ওয়ার্ডে ১০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০৫টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।

নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ