ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের টেকনিক্যাল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি ডিগ্রি থাকতে হবে।
একাডেমিক পর্যায়ের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। সব স্তরে জিপিএ/ সিজিপিএ ৫ এর স্কেলে কমপক্ষে ৪ পয়েন্ট এবং ৪ এর স্কেলে অন্তত ৩ পয়েন্ট থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৫ বছর সিনিয়র ম্যানেজারিয়াল পদে (চতুর্থ গ্রেডের সুপারিনটেনডেন্ট বা সমমানের পদ) এবং ৫ বছর জেনারেশন/ ট্রান্সমিশন/ ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়াও বিজ্ঞপ্তি অনুসারে সরকারি কোনো পাওয়ার ইউটিলিটি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৬০ বছর। প্রার্থীদের তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে চুক্তি নবায়নযোগ্য।
বেতন ও সুযোগ : মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসা সুবিধা, সার্বক্ষণিক চালকসহ গাড়ির সুবিধা আছে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি : ৩০০০ টাকা
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২২।