ঢাকায় আরও পাঁচ অবৈধ হাসপাতাল বন্ধ

অবৈধ ও অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ অভিযানের তৃতীয় দিন বুধবার (৩১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার আরও পাঁচ অবৈধ হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে ঢাকা মহানগরীতে বন্ধ করা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো-

১. হেলথ কেয়ার ইউরোলোজি অ্যান্ড জেনারেল হসপিটাল, ১০৮৬/বি, হাবিবউল্লাহ রোড, ইব্রাহীমপুর, ঢাকা।

২. হলি হোম, সেকশন-১১, ব্লক-ই, রোড-৫, বাসা-১, বাউনিয়া বাঁধ, মিরপুর।

৩. ফেয়ার নার্সিং হোম, মিরপুর সাড়ে এগারো মেইন রোড।

৪. শেখ সেবা মেডিকেল হল, সেকশন-১১, বাসা-৩, রোড-১, ব্লক-এ, মিরপুর।

৫. আল শাফি হাসপাতাল, বাসা-৯, রোড-৬, ব্লক-এ, সেকশন-১০, মিরপুর।

স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে গত ২৯ আগস্ট থেকে সারাদেশে অভিযান শুরু হয়। সবমিলিয়ে চলমান এই অভিযানে বন্ধ হওয়া বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৭০০টিতে। একইসঙ্গে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে ১১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ