গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর ৮৯ জনের মৃত্যুর হয়েছে। আর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৬ জন।
বর্তমানে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১ হাজার ৯৯২ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৩৪৮ জন।
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৬ হাজার ৬৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আগস্টে ৩ হাজার ৫২১ জন, জুলাই মাসে ১ হাজার ৫৭১ জন ভর্তি হয়েছিলেন। জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে ৭৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নেন।