ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ৭৩৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর ৮৯ জনের মৃত্যুর হয়েছে। আর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৬ জন।

বর্তমানে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন ১ হাজার ৯৯২ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৩৪৮ জন।

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৬ হাজার ৬৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আগস্টে ৩ হাজার ৫২১ জন, জুলাই মাসে ১ হাজার ৫৭১ জন ভর্তি হয়েছিলেন। জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন, মে মাসে ১৬৩ জন এবং জুন মাসে ৭৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ