ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরের কুতুবদিয়া লাইট হাউজ থেকে ২ দশমিক ৮ মাইল দূরে ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সৈকত।

শুক্রবার (১৫ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. ওমর ফারুক (মাঝি), মহিউদ্দিন অসাদ, মো. সাইম, মো. রমিজ ও সৈয়দ নূর। উদ্ধার হওয়ারা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

আইএসপিআর জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাতনামা লাইটার জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে জেলেরা তাদের নিকট থাকা জেরিকেন ধরে ভাসছিল। এসময় নৌবাহিনীর জাহাজ টহলরত অবস্থায় তাদের সন্ধান পায় এবং উদ্ধার করে।

উদ্ধার জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে নৌবাহিনী। পরবর্তীতে পতেঙ্গা আরআরবিতে উদ্ধারকৃত জেলেদের আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ