টিসিবি কার্ড না পেয়ে ছল ছল চোখে তাকিয়ে আছে অনেক দুস্থ পরিবার

টিসিবির মাল দিবাইছে, হামরা দেখপার আসছি। মেম্বার আইডি কার্ড নিছে, মোবাইল নম্বরও নিছে, কিন্তু কার্ড দেয় নাই। হামরা নাকি টিসিবির মাল কিনবার পাবার নই। এভাবেই কথাগুলো বলছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ৮ নং ওর্য়াডের মিল পাড়া এলাকার ভূমিহীন মো. নামদেল আলীর স্ত্রী মিনু বেগম (৩৫)।

তিনি বলেন, গরিব মানুষ হইলে যা হয়। মাল দেয় নাই। মাথার ওপর আল্লাহ আছে, তিনিই দেখবেন। হামার নাহান মেলা মানুষ টিসিবির মাল পায় নাই। তাদের চললে হামারও চলবে।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার (২৭ মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে পণ্য নিতে এসে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

সরেজমিনে দেখা যায়, পাঁচগাছী ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্যবাহী ট্রাক ঘিরে টিসিবি কার্ডধারী উৎসুক জনতার ভিড়। এদের মধ্যে দুস্থ পরিবারের মুখ দেখা গেলেও স্বচ্ছল ব্যক্তিদের জন্য অস্বচ্ছলরা অনেকটা কোনঠাসা। অনেক দুস্থ পরিবারের সদস্য কার্ড না পেয়ে ছল ছল চোখে তাকিয়ে আছেন টিসিবির পণ্যবাহী ট্রাকের দিকে। টিসিবির পণ্য না পাওয়ায় অনেকে আক্ষেপ প্রকাশ করেছেন।

এ বিষয় সদরের পাঁচগাছী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল বাতেন সরকার বলেন, আমরা টিসিবির পণ্য দুস্থ পরিবারকেই দিচ্ছি। স্বচ্ছল পরিবার পাওয়ার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল হাসান বলেন, টিসিবির পণ্য দুস্থ ও অস্বচ্ছল পরিবারই পাচ্ছে। যদি কোনো দুস্থ পরিবার না পেয়ে থাকে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা প্রয়োজনীও ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ