টাঙ্গাইলে চেক জালিয়াতির পাঁচ মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ আদেশ দেন।
রাসেলের আইনজীবী ফেন্সি খান এ তথ্যটি নিশ্চিত করে জানান, ২০২২ সালে সদর উপজেলার রাশেদ্দুজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে পৃথকভাবে পাঁচটি মামলা দায়ের করেন। এতে চেক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে মোট ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।
তিনি বলেন, মামলাগুলোতে আজ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। দুটি মামলার জামিন আবেদন আমি করি। বাকি তিনটি মামলার জামিন আবেদন করেন সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির। পরে আদালত পাঁচটি মামলায় রাসেলকে জামিন দেন।