চাকরি হারাতে পারেন ফেসবুকের ১২ হাজার কর্মী!

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছেড়ে চলে গেছেন প্রায় ১৪ লাখ মানুষ। সেটির এবার প্রভাব পড়তে যাচ্ছে সংস্থাটির কর্মীদের ওপরে। জানা গেছে, কমপক্ষে ১২ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে ফেসবুক।

এক বছর আগেই ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ঘোষণা করেছিলেন মেটাভার্স তৈরি করতে ১০ হাজার মানুষের চাকরি হবে। উল্টো মেটা-র কর্মীসংখ্যা কমিয়ে দেওয়া হয়। এমনকি এক সপ্তাহে ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠছে ফেসবুকের বিরুদ্ধে।

সম্প্রতি সম্পত্তির অর্ধেক খুইয়েছেন মার্ক জাকারবার্গ। ফোর্বস-র ধনীর বর্তমানে তার অবস্থান ২২ নম্বরে। এর পর থেকেই খরচ কমানোর চেষ্টা করে চলেছে ফেসবুক। ব্যবহারকারীদের তথ্য ফাঁসসহ নানা কারণে সংস্থাটিকে ৬ মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছে।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট সূত্রে জানা গেছে, বছর শেষে কোম্পানির কর্মক্ষমতার ভিত্তিতে ১৫ শতাংশ কর্মীকে ছেড়ে দেওয়া হতে পারে।

সম্প্রতি কর্মীদের সঙ্গে এক বৈঠকে জাকারবার্গ বলেছেন, আশা করেছিলাম আর্থিক পরিস্থিতির খানিকটা স্থির হবে। কিন্তু তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমাদের কিছু পরিকল্পনা নিতে হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ