চলে গেলেন পেলে, ১০০ বছরেও জীবিত তার মা

পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের কাঁদিয়ে পারাপারে পাড়ি জমালেন পেলে। শুক্রবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রাজিলকে তিন বার বিশ্বকাপ জেতানো এ তারকা।

দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন কিংবদন্তি এ ফুটবলার। কাতারে হয়ে যাওয়া এবারের বিশ্বকাপ চলাকালে স্বাস্থ্যের অবনতি ঘটে। তবে বিধাতা চেয়েছিলেন পেলেকে আরও একটি বড়দিনের স্বাদ দিতে। তাই তো বড়দিনের তিন দিনের মাথায় বিদায় নিতে হল পেলেকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পৃথিবীর মায়া কাটিয়ে পেলে বিদায় নিলেও এখনও জীবিত আছেন তার মা। এক মাস আগেই মাকে শততম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন কিংবদন্তি ফুটবলার নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে দিয়েছেন আবেগঘন বার্তা।

পেলের মা, সেলেস্তি ব্রাজিলের টেস কোরাকো শহরে জন্মগ্রহণ করেন। পেলের জন্মের পর পরিবার নিয়ে তারা চলে আসেন বুরাউতে। কিশোর পেলের ফুটবল যাত্রার শুরু সেখান থেকেই। ফুটবল ক্যারিয়ারে পেলেকে সব ধরনের উৎসাহ জুগিয়েছেন তার মা। সম্প্রতি ও গ্লোব নামক এক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্রাজিলিয়ান মাদার অব দ্য ইয়ার স্বীকৃতি পেয়েছেন সেলেস্তি।

বর্তমানে ব্রাজিলের সান্তোস শহরে আছেন সেলেস্তি। পেলের শেষ কৃত্যও করা হবে সেখানেই। তবে এর আগে কিংবদন্তি ফুটবলারের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ নিয়ে যাওয়া হবে সান্তোসের ক্লাব প্রাঙ্গনে। এরপর সান্তোসের রাস্তায় রাস্তায় হবে ‘শেষ যাত্রা’। সেখান থেকে পেলের মরদেহ নিয়ে যাওয়া হবে মায়ের কাছে। মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পর তাকে সমাহিত করা হবে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামক এক সমাধিস্থলে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ