কোনো দুষ্কৃতিকারী পূজার পরিবেশ নষ্ট করতে চাইলে ধরে ফেলবেন: আইজিপি

দুষ্কৃতিকারী বা অপকর্মকারী কেউ কোনো অপকর্ম বা পূজার পরিবেশ নষ্ট করতে চাইলে তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে ফেলার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, যদি ধরতে সম্ভব না হয় অন্ততপক্ষে চিহ্নিত করে রাখবেন, আমরা তাদেরকে ধরে ফেলব। আহ্বান করব যেসময় কেউ না থাকে, ওই সময়টায় একজন না একজন যেন পূজামণ্ডপে থাকেন।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

পূজা উদযাপন কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাত ১২টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত সময়টায় দুষ্কৃতিকারীরা সুযোগ নেয়, এই সময়ে অঘটন ঘটিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার কাজ করে। আমাদের হিন্দু ভাইদের মনের মধ্যে একটা কষ্ট দেওয়ার অপচেষ্টা চালায়। আমরা আপনাদের আহ্বান করব যেসময় কেউ না থাকে, ওই সময়টায় একজন না একজন যেন পূজামণ্ডপে থাকেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ