কানাডার উদ্দেশে দেশ ছাড়ছেন লিটন

গত রোববার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজ শেষে এখন বিশ্রামে ক্রিকেটাররা। তবে সেই সুযোগ পাচ্ছেন না লিটন দাস। আজ মঙ্গলবার (১৮ জুলাই) দেশ ছাড়তে হচ্ছে টাইগার এই উইকেটরক্ষক ব্যাটারকে। লিটনের গন্তব্য কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ।

কানাডার উদ্দেশে আজ সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে দেশ ছাড়বেন লিটন। এবারের আসরে কানাডার এই লিগে লিটন খেলবেন গ‘সারে জাগুয়ার্সের হয়ে।

এই দলে লিটন ছাড়াও রয়েছেন আরো কয়েকজন তারকা ক্রিকেটার। এর মধ্যে রয়েছে অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রপ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো নামি-দামি ক্রিকেটাররা।

এছাড়া মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, সাকিব আগামীকাল কানাডার উদ্দেশে দেশ ছাড়বেন। সাকিবের সাথে এই দলের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ