এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ দেবে বাণিজ্য মন্ত্রণালয়

আমদানি ঋণপত্র (এলসি) না খুলেই অত্যাবশ্যকীয় পণ্য আমদানির সুযোগ দিচ্ছে সরকার।

বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘এলসি খোলার বিষয়ে কিছু সমস্যা আছে। সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলব। সেটাও আশা করি ওভারকাম করতে পারব।’

এলসি খোলার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সহযোগিতা করবে, এটা কীভাবে করা হবে- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেমন আপনি যদি এলসি ওপেন করতে চান কিন্তু আপনারটা খুলছে না আপনি আমাদের জানালেন। আমাদের সেক্রেটারি সাহেব এলসিটার ব্যাপার নিয়ে রিকোয়েস্ট করবেন, আপনারটা যাতে খুলে দেওয়া হয়।’

এসময় পাশে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে অনেক সময় এলসিবিহীনও আমরা অনুমতি দিতে পারি। এলসিবিহীন পণ্য আনা যায়। সেরকম পরিস্থিতি হলে আমরা অনুমতি দিয়ে দেবো, এলসি লাগবে না।’

এলসি ছাড়া কিভাবে আমদানি করা যায়- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, ‘এটা যায়। ছোটখাটো খুব এসেনশিয়াল হলে আমরা দিতে পারি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ