ইরাকে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এই হামলা করেছে বলে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরানে গত দুই মাসের বেশি সময় ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে উসকানি দেওয়ার জন্য ইরানের কুর্দি বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। যে কারণে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ইরাকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

তাসনিম বলেছে, আজকের অভিযানে কিরকুকের কাছে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী ফ্রি কুর্দিস্তান পার্টির ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

গত ১৪ নভেম্বর থেকে ইরাক সীমান্তবর্তী ইরানের বিভিন্ন শহরে নিরাপত্তাবিরোধী পদক্ষেপের জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করেছে।

গত সপ্তাহে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইরানের কুর্দি গোষ্ঠীগুলোর সদর দফতরে রকেট ও ড্রোন হামলায় অন্তত দু’জন নিহত ও ১০ জন আহত হন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ