সেঞ্চুরিয়নে ইতিহাস লেখার হাতছানি বাংলাদেশের। চলমান সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে এর আগে খেলা ৯ ওয়ানডের সবকটিতে হার ছিল বাংলাদেশের। সে দেশে খেলা সব মিলিয়ে ১৪ ওয়ানডেতে জয় ছিল না টাইগারদের। এবার সে খরা কাটে সেঞ্চুরিয়ানে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৩৮ রানে দাপুটে জয়। এরপর জোহানসবার্গে দ্বিতীয় ওয়ানডে হারলেও তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়ানে ফিরে ইতিহাস লেখার দুয়ারে বাংলাদেশ দল।
সিরিজ ১-১ এ সমতায় থাকায় দুই দলের আজ বুধবারের লড়াইটা রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। শিরোপার লক্ষ্যে আগে ব্যাট করতে নামা প্রোটিয়াদের মাত্র ১৫৪ রানেই অলআউট করে দিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ১৫৫ রান। বিধ্বংসী বোলিংয়ে পেসার তাসকিন আহমেদ একাই নিলেন ৫ উইকেট। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার।
অলআউট হওয়া ইনিংসে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বনিম্ন রানের সংগ্রহ দক্ষিণ আফ্রিকার। এর আগে ২০১৫ সালে মিরপুরে ১৬২ রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা।