অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার দুই জুতায় দুই মেয়ের নাম

অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা ও আইসিসি যেন দুই সতীন। উসমান খাজা যা-ই করছেন, তাতেই বাদ সাধছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খাজা খেলতে নেমেছেন ভিন্ন এক উপায়ে।

মেলবোর্নে অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরুর আগে জুতা ও ব্যাটে শান্তির প্রতীক পায়রা ও ‘01: UDHR’ লেখা লোগো ব্যবহার করতে চেয়েছিলেন খাজা। কেননা ‘01: UDHR’ আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবেই ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার অনুশীলনও করেন এই জুতো পরে। আনুষ্ঠানিকভাবে আইসিসি এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি ঠিকই। তবে অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁকে (খাজা) অনুমতি দেয়া হয়নি। বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হওয়া টেস্টে যেন আইসিসিকে একপ্রকার ‘চ্যালেঞ্জ’ ছুঁড়েই খেলতে নেমেছেন খাজা। যে জুতো পড়ে খেলতে নেমেছেন, তাতে তাঁর দুই মেয়ে আয়শা ও আয়লার নাম লেখা।

এদিকে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া অস্ট্রেলিয়া ৪২.৪ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ১১৪ রান করেছে। ১০১ বলে ৪২ রান করে আউট হয়েছেন খাজা।

এর আগে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজের শুরু থেকেই মূলত খাজার পেছনে লেগেছে আইসিসি। ফিলিস্তিনিদের সমর্থন জানাতে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’লেখা জুতা পরে পার্থ টেস্টে খেলতে চেয়েছিলেন উসমান খাজা। কিন্তু রাজনৈতিক কারণ দেখিয়ে তাঁকে এই জুতা পরে খেলার অনুমতি দেয়নি আইসিসি। এরপর পার্থেই কালো আর্মব্যান্ড পরে খেলায় অস্ট্রেলিয়ার ওপেনারকে তিরস্কার শুনতে হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ