২ বছর পর স্কুল ক্রীড়া প্রতিযোগিতা, শুরু ৪ সেপ্টেম্বর

করোনাভাইরাস পরিস্থিতিতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ ছিল। এবার সেই প্রতিযোগিতার ৪৮তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগ জানিয়েছে, ৪ থেকে ৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২৪ অক্টোবর পর্যন্ত চলবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।

রোববার (২৮ আগস্ট) গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে মাউশি। বিষয়টি জানিয়ে জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতন ছাড়

জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের, ১২ থেকে ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ের, ১১ থেকে ১৩ অক্টোবর উপ-অঞ্চল পর্যায়ে, ১৫ থেকে ১৭ অক্টোবর অঞ্চল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট অনুষ্ঠিত হবে।

২০ থেকে ২৪ অক্টোবর হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের ইভেন্টগুলো ময়মনসিংহ শিক্ষা বোর্ডর অধীনে সিলেটে অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ