২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাবি ভর্তিতে অসনপ্রতি লড়ছেন যতজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য ২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি প্রায় ৪৭ জন আবেদন পড়েছে। এবার সর্বোচ্চ আবেদন পড়েছে বিজ্ঞানে। তবে গত বছরের তুলনায় আবেদন কমেছে প্রায় ২০ হাজার।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। গত ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আবেদন চলে। এরপর কয়েকদিন ফি জমা দেওয়ার সুযোগ ছিল। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করেছেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। আসনপ্রতি আবেদন পড়েছে ৬৬টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসন রয়েছে। এসব আসনে ভর্তি হতে চান ১ লাখ ১২ হাজার ২২৬ জন। আসনপ্রতি ৩৮টি আবেদন পড়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসন রয়েছে। এসব আসনের জন্য আবেদন করেছেন ৩৭ হাজার ৬৫০ জন। আসনপ্রতি ভর্তিচ্ছু শিক্ষার্থী ৩৬ জন। এ ছাড়া চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। এ জন্য আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন।

এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছিলেন। সে তুলনায় এবার আবেদন কম। এবার ১৯ হাজার ৪৩৩টি আবেদন কম পড়েছে।

বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৯ জানুয়ারি) বলেন, কিছু আবেদনকারীর ফি জমা দেওয়া নিয়ে জটিলতা আছে। সেগুলো সমাধান হলে কয়েকটি আবেদন বাড়বে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ