বারিধারায় প্রথম জানাজা, রুবেলের দাফন বনানীতে

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বারিধারায়। এছাড়া তার দাফন সম্পন্ন হবে বনানী কবরস্থানে। পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখার সময় রুবেলের মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে মিরপুরে আনার প্রক্রিয়া চলমান।

২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই বাঁ-হাতি স্পিনার। সে সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কয়েক বছর না যেতেই ফের দেখা দেয় টিউমার। পরে ইনফেকশন হয়ে যায়। সেখান থেকে বাসা বাধে ক্যান্সার।

গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১৪ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। ছিলেন আইসিউতেও। তবে অবস্থা কিছুটা ভালো হলে তাকে গত শুক্রবার বাসায় নেয়া হয়।

মোশাররফ রুবেল জাতীয় দলের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলেছেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। এছাড়া ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৯২ উইকেট নিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি। উইকেট নিয়েছেন ১২০টি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ