প্রশাসনে ৯১ জন যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার।
বুধবার সন্ধ্যায় পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়মানুযায়ী অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে এসব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরবর্তীতে তাদের পদায়ন করা হবে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৪৯৭ জনে। প্রশাসেন অতিরিক্ত সচিবের নিয়মিত পদের সংখ্যা ১৩০টি।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
জনপ্রশাসন সূত্র জানায়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে ১৫তম ব্যাচকে মূল ব্যাচ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। একইসঙ্গে এর আগের ব্যাচগুলোর বঞ্চিতরাও (লেফট আউট) অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এর পরও আগের বিভিন্ন ব্যাচের অনেক কর্মকর্তা এবারও পদোন্নতি বঞ্চিত হয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে হতাশা দেখা গেছে।