রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ২৩ হাজার ৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃত হলেন, ইসলাম ড্রাগসের মালিক নাজিমুল ইসলাম।
সোমবার (২৩ মে) রাতে বংশাল থানার মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালী জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ বলেন, বংশাল থানার ৫৭ মিটফোর্ড ভান্ডারি মেডিসিন মার্কেটের ইসলাম ড্রাগসের গোডাউনে নকল ওষুধ মজুত ও বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে গোডাউন থেকে ২৩ হাজার ৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেট জব্দ করা হয় এবং ইসলাম ড্রাগসের মালিক নাজিমুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো. সাইফুল আলম মুজাহিদ বলেন, গ্রেপ্তারকৃত নাজিমুল নকল ওষুধ বিক্রির জন্য তার গোডাউনে মজুত করেন।
গ্রেপ্তার নাজিমুলের বিরুদ্ধে বংশাল থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার (২৪ মে) আদালতে পাঠানো হয়েছে।