না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রড মার্শ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বুলস মাস্টার্স চ্যারিটি গ্রুপের একটি ইভেন্টে যোগ দিতে গত ২৪ ফেব্রুয়ারি বুন্ডাবার্গে গিয়েছিলেন মার্শ। সেখানেই হার্ট অ্যাটাক হয় তার। এরপর বুলস মাস্টার্সের আয়োজক জন গ্লানভিলে ও ডেভিড হিলিয়ের মার্শকে দ্রুত কুইন্সল্যান্ডের এক হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে অ্যাডিলেডের একটি হাসপাতালে নেয়া হয় মার্শকে। সেখানে এক সপ্তাহ থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটার।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে ১৯৭০ থেকে ১৯৮৪ পর্যন্ত ৯৬টি টেস্ট ও ৯২টি ওয়ানডে খেলেছেন মার্শ। ক্যারিয়ার শেষে অবসরে যাওয়ার সময় টেস্টে সর্বোচ্চ ৩৫৫টি ডিসমিসালের রেকর্ডের মালিক ছিলেন মার্শ।