মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতে রমজানের প্রথম ১৫ দিনে ৫ হাজার ৯৫৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; অর্থাৎ গড় হিসেবে এই সময়সীমায় দেশটিতে প্রতিদিন ঘটেছে ৪০০ দুর্ঘটনা।
কুয়েতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক পত্রিকা আল রাই জানিয়েছে, গড় হিসেবে প্রতিদিন ইফতারের আগে দুর্ঘটনা ঘটেছে বেশি, ৩ হাজার ৩৪টি; আর ইফতারের পরে ঘটেছে ২ হাজার ৯২৫টি দুর্ঘটনা।
তবে এসব দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা জানা যায়নি।
তবে সড়ক দুর্ঘটনা এড়াতে কুয়েতের ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগ একটি নির্দেশনা জারি করেছে। বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা স্বাক্ষরিত সেই নির্দেশনায় সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি গাড়ি চালানোর সময় সিটবেল্ট বাঁধার অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা ও বিশেষ করে মাগরিবের আজানের সময় উচ্চগতিতে গাড়ি না চালানোর পরামর্শও দিয়েছেন তিনি।