করোনা শনাক্তের হার ৪.৫৩ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। প্রতি ১০০ নমুনার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৩ শতাংশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। শুরু থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। আর এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৩৬৭ জন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৫১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ