ইন্দোনেশিয়ায় খেলা চলাকালে মাঠে বজ্রপাত, ফুটবলারের মৃত্যু

খেলা চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু হয়েছে। গত শনিবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।

ওইদিন এফসি বান্দুং এবং এফবিআই শুভাংয়ের মধ্যে প্রীতি ম্যাচের খেলা চলছিল। এই ম্যাচ চলাকালীন এক খেলোয়াড়ের মাথায় বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে তিনি মাঠে পড়ে যান। পরে তার মৃত্যু হয়।

স্টেডিয়ামে স্থাপিত ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ম্যাচ চলাকালে হঠাৎ করেই মাঠের একটি অংশে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়ের ওপর একটি বজ্রপাত পড়ে। সঙ্গে সঙ্গে সেই অঞ্চলটি উজ্জ্বল আলোয় জ্বলে ওঠে। এই সময় আগুনও ছড়িয়ে পড়ে। যে প্লেয়ারটির উপর বজ্রপাত পড়েছিল, তিনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়েন। অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা অন্য খেলোয়াড় প্রথমে পালাতে থাকেন। বাকি খেলোয়াড়রা নিজেদের রক্ষা করার জন্য মাটিতে শুয়ে পড়েন। পড়ে তারা দেখেন তাদের এক সতীর্থ মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ