চলতি সপ্তাহে সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ ও প্রতিষ্ঠান অনুসারে নিয়োগ প্রক্রিয়া ভিন্ন। কোন কোন প্রতিষ্ঠান নিয়োগ দেবে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োগ দেয় শুধুমাত্র মৌখিক পরীক্ষার ভিত্তিতে। ভিন্নতা থাকে আবেদন প্রক্রিয়াতেও। কোথাও আবেদন করতে হয় অনলাইনে, কোথাও ডাকযোগে বা সরাসরি।
এক্ষেত্রে কিছুটা ভুল হলে চাকরি তো হয়ই না। উল্টো জলে যায় আবেদন ফি। সে জন্যই সাপ্তাহিক আয়োজন ‘এক নজরে সপ্তাহের সেরা চাকরি’-
এইচএসসি পাসে কল সেন্টারে চাকরি, বেতন ২০০০০
এইচএসসি পাসে কল সেন্টারে চাকরির সুযোগ দিচ্ছে ২৪/৭ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। প্রতিষ্ঠানটি মূলত টেলিমার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কল সেন্টার হিসেবে কাজ করে। এরই অংশ হিসেবে টেলিসেলস কার্যক্রমের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাকে চাকরির সুযোগ, সেকেন্ড ক্লাস থাকলেই চলবে
ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা। আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি টেকসই দারিদ্য বিমোচনে কাজ করছে। ফলে নিত্য নতুন যোগ হচ্ছে কর্মক্ষেত্র, বাড়ছে কাজের পরিধি। এই ধারাবাহিকতায় সংস্থাটি এবার মাঠ পর্যায়ে কাজের জন্য লোকবল নিয়োগ দেবে। ব্র্যাকে চাকরি করতে ইচ্ছুক যে কেউ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্বখাত ভুক্ত বেশ কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সপ্তাহে ২দিন ছুটিসহ এনজিওতে চাকরি, বেতন ২৯৬৮০ টাকা
এনজিও সংস্থা ডিএএসসিওএইচ ফাউন্ডেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেনিংও অ্যাডভোকেসি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।