চলতি সপ্তাহে সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ ও প্রতিষ্ঠান অনুসারে নিয়োগ প্রক্রিয়া ভিন্ন। কোন কোন প্রতিষ্ঠান নিয়োগ দেবে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে। আবার কোন কোন প্রতিষ্ঠান নিয়োগ দেয় শুধু মাত্র মৌখিক পরীক্ষার ভিত্তিতে। ভিন্নতা থাকে আবেদন প্রক্রিয়াতেও। কোথাও করতে হয় অনলাইনে, কোথায় ডাকযোগে বা সরাসরি।
এক্ষেত্রে কিছুটা ভুল হলে চাকরি তো হয়ই না। উল্টো জলে যায় আবেদন ফি। সে জন্যই সাপ্তাহিক আয়োজন ‘এক নজরে সপ্তাহের সেরা চাকরি’-
অভিজ্ঞতা ছাড়াই ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিকেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই আইডিএলসিতে চাকরি, বেতন ৪৯০০০
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ থেকে সরকারিভাবে লোক নিচ্ছে জর্ডান, নিয়োগ সরাসরি সাক্ষাতে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সরকারি ভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সরাসরি সাক্ষাতে।
এইচএসসি পাসে ব্র্যাকে চাকরি, বেতন সাড়ে ১১ হাজার
এনজিও সংস্থা ব্র্যাকের অধীনে ব্র্যাক এন্টারপ্রাইজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেবে এনজিও, বেতন ১৭৫০০০
ই-জোন এইচআরএম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একটি এনজিও সংস্থার জন্য মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।