:: শেরপুর প্রতিনিধি ::
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুরু হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। প্রথম খেলায় শেরপুর পৌরসভা দল বনাম নালিতাবাড়ী উপজেলা দল অংশগ্রহণ করে।
জানাজায়, জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ফুটবল দল খেলায় অংশ গ্রহন করছেন। আগামী ৯ মার্চ ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। জাতীয় পর্যায়ের খেলার সকল নিয়ম মেনে অপেন পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় দুই দলেই বিদেশি খেলোয়ারদের খেলতে দেখা যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোকতাদিরুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। এছাড়াও অন্যান্যের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নালিতাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুল রহমান লেবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।