ময়মনসিংহে সেই চক্ষু চিকিৎসকের বিচার দাবি

চক্ষু চিকিৎসক অধ্যাপক দীপক কুমার নাগের ভুল চিকিৎসার কারণে ৩৩ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন আরেক নারী চিকিৎসক মাহজাবিন হক। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিচারের দাবিতে ময়মনসিংহ নগরে তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল এলাকা থেকে পাটগুদাম ব্রিজ পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে মোট ১২টি স্থানে মাইক ব্যবহার করা হয়। এতে ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, নাগরিক সংগঠনের নেতা, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডা. দীপক কুমার নাগ গত ৫ জুন ডা. মাহজাবিন হকের চোখের চিকিৎসা করেন। ওই চিকিৎসার পর ডা. মাহজাবিন ৩৩ শতাংশ দৃষ্টিশক্তি হারান। পরবর্তীতে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসা করানোর পর বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় দীপক কুমার নাগের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর ভাই সামিউল হক।

গত ১২ অক্টোবর মাহজাবিন হক ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের ৩৩ শতাংশ দৃষ্টিশক্তি হারানোর বিষয়টি জানিয়ে চিকিৎসক দীপক নাগের বিচার দাবি করেন।

ডা. মাহজাবিন হক ময়মনসিংহ চেম্বার অব কর্মাসের সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিনুল হক শামীমের মেয়ে।

মানববন্ধনে বক্তরা বলেন, চোখের সমস্যা নিয়ে গত ১ জুন ডা. মাহজাবিন হক রাজধানীর দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালে দেশের বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ দীপক কুমার নাগের সঙ্গে সাক্ষাৎ করেন। দীপক কুমার নাগ মাহজাবিনের চোখ পরীক্ষা করে দুই চোখেই লেজার অপারেশন করতে বলেন। দীপক নাগের অপচিকিৎসার কারণে মাহজাবিন হক ৩৩ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। ময়মনসিংহের মানুষ এই অপচিকিৎসার জন্য দীপক নাগের বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ দীন ইসলাম, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শংকর সাহা, নারী উদ্যোক্তা সেলিমা আজাদ, আইনুন নাহার, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিমেল প্রমুখ।

এর আগে গত ১২ জুন ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাহজাবিন হক অভিযোগ করে বলেন, অনেকটা জোর করেই দীপক নাগ নিয়ম বহির্ভূতভাবে দুই চোখে লেজার প্রয়োগ করেন। এতে তিনি ৩৩ শতাংশ অন্ধত্ব বরণ করেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ