বাংলাদেশ রেলওয়ের ১৩৮৫ পদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১ হাজার ৩৮৫টি পদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২টি জেলা বাদে ৬২ জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ ছিল। তবে সংশোধিত নিযোগ বিজ্ঞপ্তিতে ৪টি জেলার প্রার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়নি।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে, পাবনা, লালমনিরহাট, কুষ্টিয়া ও গাইবান্ধা জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে আবেদনের যোগ্যতা আগের মতোই আছে। এসএসসি বা সমমান পাস। প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এ পদের বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।

নতুন বিজ্ঞপ্তি অনুসারে বয়সসীমাও পরিবর্তন হয়নি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সাধারণ প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।

পদটিতে আবেদন করা যাবে ২ মার্চ ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ