:: ঠাকুরগাঁও প্রতিনিধি ::
স্মার্ট লাইভষ্টক ও স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১লা মার্চ) ১৬ ফাল্গুন ঠাকুরগাঁও সদর উপজেলার অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার (বিডি হল) ঠাকুরগাঁওয়ে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল এবং প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শণীর আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও-১।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে মোহাম্মদ জাহাঙ্গির হোসেন, পুলিশ সুপার ঠাকুরগাঁও, মুহাম্মদ সাদেক কুরাইশী চেয়ারম্যান জেলা পরিষদ ঠাকুরগাঁও, ডাঃ মোঃ আবুল কালাম আজাদ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এ্যাড. অরুনাংশু দত্ত টিটো চেয়ারম্যান উপজেলা পরিষদ ঠাকুরগাঁও, দীপক কুমার রায় সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ ঠাকুরগাঁও।
এসময় বক্তারা ঠাকুরগাঁয়ের প্রাণি সম্পদকে রক্ষা করে এবং প্রাণী সম্পদের উ্ন্নয়নের কাজে সহযোগিতার আশ্বাস দেন।