টিকিটের জন্য কমলাপুরে উপচেপড়া ভিড়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল শনিবার থেকে। কিন্তু তার একদিন আগেই আজ শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ভিড় জমাতে শুরু করেন হাজারো মানুষ; ক্রমেই তা বাড়তে থাকে। এদিন যাত্রীরা ২২ থেকে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট নিচ্ছেন।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, যেসব যাত্রী ২৬ তারিখ বা তার আগে ট্রেনে যেতে চান, তারাই আজকে টিকিট কাটতে এসেছেন। সবগুলো কাউন্টারেই টিকিট বিক্রি হচ্ছে। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ যাত্রীরা টিকিট পাবেন। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট দেওয়া হচ্ছে।

এবার নতুন নিয়ম অনুযায়ী স্টেশনের কাউন্টারে অগ্রিম টিকিট কাটার সময় যাত্রীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদের ফটোকপি দেখাতে হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে সেই ব্যক্তিকে চারজনের এনআইডি বা জন্মসনদ দেখাতে হবে, অন্যথায় টিকিট পাবেন না।

এবার ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। প্রথম দিনে দেওয়া হবে ২৭ এপ্রিলের টিকিট। ২৪ এপ্রিল ২৮ তারিখের, ২৫ এপ্রিল ২৯ তারিখের, ২৬ এপ্রিল ৩০ তারিখের এবং ২৭ এপ্রিল ১ মে’র টিকিট দেওয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেই টিকিট বিক্রি হবে ১ মে। চাঁদ দেখা সাপেক্ষে ২ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এ সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোজা ৩০টি পূর্ণ করে ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল দেওয়া হবে ২ মে’র টিকিট।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ