চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সোমবার (২১ নভেম্বর) সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার অষ্টম দিন দেশের ৯টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৯৬৭টি কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৩৩২ জন অনুপস্থিত ছিলেন। আর বহিষ্কার হয়েছেন তিন জন। আজকের অনুপস্থিতির হার ৩ দশমিক ৬১ শতাংশ।
সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগ ভিত্তিক তথ্য—
ঢাকা শিক্ষা বোর্ড
ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ৪৪ হাজার ২৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৯০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।
রাজশাহী শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১টি কেন্দ্রে মোট ৫০ হাজার ২০২ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১ হাজার ২৩০ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।
কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯২টি কেন্দ্রে মোট ৪ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২২৭ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।
যশোর শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে মোট ৩৭ হাজার ২৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৯২৬ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১১টি কেন্দ্রে মোট ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২৩ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।
সিলেট শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ডে ৮৬টি কেন্দ্রে মোট ১ হাজার ১১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ১৭ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।
বরিশাল শিক্ষা বোর্ড
বরিশাল শিক্ষা বোর্ডে ১২৫টি কেন্দ্রে মোট ৫ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৮৩ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।
দিনাজপুর শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৪১০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৪২০ জন অনুপস্থিত ছিলেন। তবে এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৯টি কেন্দ্রে মোট ১০ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ২০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বোর্ডেও কেউ বহিষ্কার হয়নি।
আজ সাধারণ নয়টি বোর্ডে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে ১ লাখ ৭৩ হাজার ৫৬২ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৪ হাজার ৩৪ জন অনুপস্থিত ছিলেন। এ হার ২ দশমিক ৩২ শতাংশ।
অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৮টি কেন্দ্রে মোট ৮৪ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ৫ হাজার ২৯৮ জন অনুপস্থিত এবং ৩ জন বহিষ্কার হয়েছেন।