ইশরাকের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পাঠানো হয়েছে কারাগারে।

বুধবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে ইশরাককে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে জামিন আবেদন করেন মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সকালে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা-দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে যান ইশরাক হোসেন। সেখানে লিফলেট বিতরণের সময় মতিঝিল থানা পুলিশ তাকে আটক করে।

২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুরের মামলাটি দায়ের করে পুলিশ। মামলার এজাহারে ইশরাকসহ ৪২ আসামির নাম উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ