প্রতিকেজি গোলাপজল ২০ লাখ টাকা! তৈরি হয় যেভাবে

গোলাপজামুন মিষ্টির কথা অনেকেই শুনেছি। সুস্বাদু গোলাপজামুন মিষ্টির অন্যতম উপকরণ হলো গোলাপজল। শুধু মিষ্টি তৈরিতেই নয়, রূপচর্চাতেও সমানভাবে জনপ্রিয় গোলাপজল। প্রায় কমবেশি অনেকের বাড়িতেই গোলাপজল থাকে। দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই।

তবে সম্প্রতি নেটমাধ্যমে একটি গোলাপজল তৈরির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে প্রতি কেজি গোলাপজলের দাম প্রায় ২০ লাখ টাকা। স্বাভাবিকভাবেই দাম দেখে চোখ কপালে উঠার মেতাই ব্যাপার।

তবে মনে করা হচ্ছে ভিডিওর জনপ্রিয়তা বৃদ্ধি করতেই গোলাপজলের দাম এত বেশি লেখা হয়েছে। এর আদৌ কোনো সত্যতা আছে কি না সে বিষয়ে কেউ নিশ্চিত নয়।

ভিডিওতে একজনকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে গোলাপজল প্রস্তুত করতে দেখা যায়। দামের মতো গোলাপজল তৈরির প্রণালীটিও কিন্তু বেশ আলাদ। চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বড় হাড়িতে গোলাপের পাপড়ি নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে অল্প আঁচে ফুটিয়ে নেওয়া হয়। সেই হাঁড়ির সঙ্গে একটি নল সংযুক্ত করা হয়েছে অন্য হাঁড়ির গায়ে। নলের মধ্যে দিয়ে গোলাপের সুবাস অন্য হাঁড়িতে চলে যাচ্ছে। দুটি হাঁড়ির মুখই ভালো করে ঢাকনা দিয়ে আঁটা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ