ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ভেনেজুয়েলায় একটি মহাসড়কে দ্রুতগামী ট্রাক বেশ কয়েকটি গাড়িকে চাপা দিলে সেখান থেকে সৃষ্ট ১৭টি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৬ জন মারা গেছে এবং আরও ছয়জন গুরুতর আহত হয়েছে।

দেশটির দমকল প্রধান হুয়ান গঞ্জালেজ বলেন, এ ঘটনায় কমপক্ষে ১৬ জন মারা গেছে। রাজধানী কারাকাসের সঙ্গে দেশের পূর্বাঞ্চলের সংযোগকারী গ্রান মারিসকাল হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী কার্লোস পেরেজ আমপুয়েদা এর আগে জানিয়েছিলেন, ওই দুর্ঘটনায় আটজন মারা গেছে। তবে তিনি বলেছিলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ বিষয়ে পেরেজ আমপুয়েদা বলেন, ‘একটি দ্রুতগামী ট্রাক মাহসড়কে কয়েকটি গাড়িকে চাপা দিলে ভিড়ের মধ্যে সংঘর্ষে ১৭টি গাড়িতে আগুন ধরে যায়।’ বুধবারের এ ঘটনায় জ্বলন্ত গাড়ির বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

পেরেজ আমপুয়েদা জানান, পরে গাড়িগুলোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে একটি বাস পুরোপুরি পুড়ে গেছে।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ