কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার অভিযানে সহায়তা করতে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৩ অক্টোবর) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এই নির্দেশ দেন। পাশাপাশি এ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বিবৃতিতে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন এবং আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দু কাদের।
এছাড়া, দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী এবং জনগণকে উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য অনুরোধ জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।
এর আগে, বিকেলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।