মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাতে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজকে রাতে তিনি হাসপাতলে থাকবেন।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এরপর তার কিছু পরীক্ষা-নীরিক্ষার করার জন্য চিকিৎসকরা হাসপালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।
এরআগে গত ১০ জুন মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়া। হাসপাতাল দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন বাসায় ফেরেন তিনি।