নেপালে ভারী বর্ষণে বন্যা-ভূমিধস, হতাহত ২৬

নেপালের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা-ভূমিধসে অন্তত একজন নিহত ও ২৫ জন নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহে চলতি বর্ষা মৌসুমের বৃষ্টিপাত শুরু হওয়ার পর এটিই প্রথম প্রাণহানি বলে রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির সরকারি কর্মকর্তা বিমল পাউডেল বলেছেন, প্রবল বর্ষণে পূর্ব নেপালের সাংখুয়াসভা জেলার হেওয়া নদীর ওপর নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে। এতে এই প্রকল্পের ১৬ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন।

তিনি বলেন, নিখোঁজ শ্রমিকদের সন্ধানে বন্যা কবলিত এলাকায় তল্লাশি চালানোর সময় পুলিশ একজনের মরদেহ উদ্ধার করেছে।

এছাড়া ভারত-সীমান্ত লাগোয়া দেশটির পূর্বাঞ্চলের তাপলেজুং ও পাঁচথার জেলায় আকস্মিক বন্যা এবং ভূমিধসে ৯ জন নিখোঁজ হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

পাঁচথার জেলার সরকারি কর্মকর্তা গৌরব ধাকাল বলেছেন, রাতভর প্রবল বৃষ্টিপাতের কারণে মেচি হাইওয়ের দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণের ফলে প্রত্যন্ত তাপলেজুং জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জেলায় চারজন নিখোঁজ রয়েছেন।

কর্মকর্তারা বলেছেন, ভারী বৃষ্টির কারণে উদ্ধারকর্মীরা পাহাড়ি সিডিংওয়া গ্রামে পৌঁছাতে পারছেন না। সেখানকার অন্তত ২০টি বাড়ি পানির স্রোতে ভেসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

নেপালে ফসলের আবাদের জন্য বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুনের মাঝামাঝি সময়ে দেশটিতে বর্ষা মৌসুম শুরু হয় এবং বৃষ্টিপাত চলতে থাকে সেপ্টেম্বর পর্যন্ত।

চীন ও ভারতের সীমান্ত সংলগ্ন হিমালয়ের পাদদেশের এই দেশটিতে প্রতি বছর প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি ঘটে। বন্যায় অনেক গ্রাম, অবকাঠামো ও আবাদি জমির ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

আপনার মতামত প্রকাশ করুন

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ